প্রধান মেনু

মিরপুরে অপহৃত স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র দেবদত্ত (৯) অপহরণে ১৭ দিন পর তার হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ২টায় প্রতিবেশী জহুরুল ইসলামের বাড়ির পরিত্যাক্ত লেট্রিনের টাংকি খুঁড়ে পুলিশ লাশ উদ্ধার করে। দেবদত্ত উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিথাপাড়ার পবিত্র দত্তের ছেলে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন দেবদত্তের বস্তাবন্দি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। পরে উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যর ভিত্তিতে অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে প্রতিবেশী শুকলাল মল্লিকের ছেলে জহুরুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ির শৌচাগারের পাশে গর্ত খুড়ে হাত-পা বাঁধা অবস্থায় দেব দত্তের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
অপহৃত শিশুর পিতা পবিত্র দত্ত জানান, ৯ জুন সকাল সাড়ে ৭টার দিকে দেব প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর স্থানীয়দের কাছ থেকে জানতে পারি দুইজন মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে দেবকে তুলে নিয়ে যায়। এরপর ঐদিন বিকেলে অপহরণকারীরা মুঠোফোনে অর্ধকোটি টাকা মুক্তিপণ দাবি করে। তারপর থেকে ঐ ফোন নম্বর বন্ধ। আমার ছেলেরও কোনো খোঁজ পাইনি। দুপুরে পাশের এক বাড়ি থেকে আমার ছেলের লাশ উদ্ধার করে  পুলিশ।
লাশ উদ্ধারের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (মিরপুর সার্কেল) নূর-ই-আলম সিদ্দিকী, ডিবির ওসি ছবিরুল ইসলাম, মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল, চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।