প্রধান মেনু

মিরপুরে অজ্ঞাত কারণে যুবকের আত্মহত্যা

মিরপুরে গলায় ফাঁস লাগিয়ে রেশি (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার দুপুরবেলা মিরপুর দক্ষিণ বিশিল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রেশি  ফরিদপুর জেলা, আলফাডাঙ্গা থানার মালা গ্রাম এলাকার বাসিন্দা মোঃ কামরুল হোসেনের ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়,সোমবার গ্রাম থেকে বেড়াতে ঢাকা মিরপুর রোড নং১ বাসা নং১ ব্লক-ডি শাহা আলী থানাধীন এই বাসায় আসে তার বড় ভাই মোঃ গোলাম ফারুখের কাছে।

তিনি জানান ঘটনার দিন দুপরের খাবার আনতে বাহিরে জান খাবার নিয়ে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ পেলে সন্দেহ হলে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রেশির গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।পরে আসপাশের লোক ডেকে ঝুলন্ত রেশি কে নামিয়ে সেলিনা হাসপাতালে নিয়ে গেলে অবস্তার অবনতি দেখে তাদেরকে শহরাওয়াদি হাসপাতালে পাঠানো হয়।

পথে শিশুমেলার সামনে গেলে শেরেবাংলা নগর থানা পুলিশ আটকরে। এবং মৃত রেশির ভাই গোলাম ফারুখকে থানায় নিয়ে যায়।এই রিপোর্ট লিখা পর্যন্ত কি কারনে এই আত্মহত্যা তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ