প্রধান মেনু

মা সবার জীবনে মহীয়সী নারী — আসাদুজ্জামান নূর

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মা সবার জীবনেমহীয়সী নারীর ভূমিকা পালন করে থাকেন, বিশেষ করে মেয়েদের জীবনে। মেয়েদেরজীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে মায়েরাই অগ্রজ ভূমিকা পালন করেন। তাঁদের মূলভূমিকা থাকে অনুপ্রেরণা দানকারী ও উৎসাহদাতা হিসেবে। তবে মেয়েদেরজীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে জীবনসঙ্গীর ভূমিকাও কোন অংশে কম গুরুত্বপূর্ণনয়। অনেক সময় দেখা যায়, স্বামী ও পরিবারের প্রয়োজনীয় সহযোগিতা ওউৎসাহের অভাবে অনেক প্রতিভাসম্পন্ন নারীরা অকালে হারিয়ে যায়। এক্ষেত্রে ‘ঐবৎঝঃড়ৎরবং : অফাবহঃঁৎবং ড়ভ ঝঁঢ়বৎমরৎষং’ শীর্ষক গ্রন্থটি নতুন প্রজন্মকে জীবনে সফলহতে অনুপ্রেরণা যোগাবে।

মন্ত্রী আজ সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদমিলনায়তনে ঢাকা লিট ফেস্টিভালের অনুষ্ঠানসূচির অংশ হিসেবে ‘ঐবৎ ঝঃড়ৎরবং :অফাবহঃঁৎবং ড়ভ ঝঁঢ়বৎমরৎষং’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘ঐড়সবমৎড়হি ঝঁঢ়বৎমরৎষং’শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।

প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম নারী যুদ্ধ-বৈমানিক নাইমা হক ও তামান্না-ই- লুৎফি, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারীনিশাত মজুমদার, সাফ গেমসে ভারোত্তলনে স্বর্ণপদক জয়ী মাবিয়া আখতার এবংশিক্ষাবিদ ও স্কলাস্টিকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মুর্শেদ।অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ড. সেওতিসবুর।উল্লেখ্য, ‘ঐবৎ ঝঃড়ৎরবং : অফাবহঃঁৎবং ড়ভ ঝঁঢ়বৎমরৎষং’ বাংলাদেশের ২০ জন অসাধারণ ওপ্রতিভাময়ী নারীর জীবনের গল্প নিয়ে সংকলিত শিশু গল্পগ্রন্থ।