মা-বাবাকে মারধর করায় যুবলীগ নেতা বহিষ্কার
মো: আবদুল কাদের,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মা, বাবা ও বোনকে মারধর করার অপরাধে যুবলীগ নেতা আব্দুল কাহার সেলিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল (৭ জুলাই) শনিবার জেলা যুবলীগের সভাপতি একেএম সালাউদ্দিন টিপুর নির্দেশে উপজেলা যুবলীগের আহ্বায়ক মঞ্জুর হোসেন সুমন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। আব্দুল কাহার সেলিম ৬নং কেরোয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও মোল্লার হাট এলাকার তাজুল ইসলামের ছেলে।
জানা যায়, নিজের জাতীয় পরিচয়পত্র খুঁজে না পেয়ে বাবা তাজুল ইসলামকে বেধরক মারধর করে মারাত্মক জখম করেন যুবলীগ নেতা আব্দুল কাহার সেলিম। পরে স্থানীয় লোকজন বৃদ্ধ তাজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বিচার চেয়ে ছেলের বিরুদ্ধে রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাবা তাজুল ইসলাম।
অভিযোগের ভিত্তিতে আব্দুল কাহার সেলিমকে পুলিশ আটক করে এবং ভবিষ্যতে মারধর করবে না মর্মে থানায় মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মঞ্জুর হোসেন সুমন জানান, বাবা-মা ও বোনকে মারধর করে আহত করার অপরাধে জেলা যুবলীগের সভাপতির নির্দেশে যুবলীগ নেতা আব্দুল কাহার সেলিমকে সংগঠন ও পদ থেকে বহিষ্কার করা হয়েছে।