মাহমুদনগর পানির পাম্পে দুঃসাহসিক চুরি
নারায়ণগঞ্জ বন্দরের ২০নং ওয়ার্ডের মাহমুদনগর পানির পাম্পে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। অজ্ঞাতনামা চোরের দল পাম্পের বৈদ্যুতিক খুঁটিতে থাকা প্রায় অর্ধ লক্ষাধিক টাকার (৩০ফুট লম্বা) এসটি ক্যাবল নিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। এ ব্যাপারে মাহমুদনগর পাম্প হাউজের পাম্প অপারেটর মোঃ মিলন মিয়া জানান,রোববার রাতে যে কোন সময়ে কে বা কারা বৈদ্যুতিক খুঁটির উপরে উঠে পাম্পের ৩০ ফুট লম্বা এসটি ক্যাবল কেটে নিয়ে যায়।
ভোরে ঘুম থেকে উঠে ক্যাবল খোঁয়া দেখতে না পেয়ে বিষয়টি ঢাকা ওয়াসার নারায়ণগঞ্জ মডস জোনের সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সাহেবকে অবহিত করি। তবে এখনো কোন মামলা বা অভিযোগ করা হয়নি উর্দ্ধতন কর্মকর্তা বলার পর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।