মার্কিন প্রতিষ্ঠান ফাউন্ডার্স স্পেস এবং বাংলাদেশ হাইটেক পার্কের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রতিষ্ঠান ফাউন্ডার্স স্পেস (Founders Space) এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে সান ফ্রান্সিসকোতে আজ এক সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে। স্টার্টআপ, এক্সিলারেটর এবং ইনকিউবেটর বিষয়ে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের সহায়তা করাই এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য।বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফাউন্ডার্স স্পেসের চেয়ারম্যান Steve Hoffman নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।
এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করছে। ফাউন্ডার্স স্পেসের উদ্দেশে তিনি বলেন, আমরা গতিশীল অংশীদারিত্বের মধ্য দিয়ে যৌথভাবে কাজ করে স্টার্টআপ, ইনকিউবেটর ও এক্সিলারেটর বিষয়ে তরুণ উদ্যোক্তাদেরকে অধিক হারে সহায়তা করতে সক্ষম হবো। যুক্ত্ররাষ্ট্র সফররত প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঔযড়হ জবফশব এর সাথে বৈঠক করেন।
তাঁরা ইনফরমেশন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, নদী ও শহুরে পরিবহন ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নে ভূ বিজ্ঞান প্রযুক্তি প্রয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের গ্রামীণ জনপদ পর্যন্ত ইন্টারনেট নেটওয়ার্ক স্থাপনসহ তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি বিষয়ে ঔযড়হ জবফশব -কে অবহিত করেন। পরে প্রতিমন্ত্রী যুক্ত্ররাষ্ট্রে খ্যাতনামা প্রতিষ্ঠান ঈধহফবহপব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গৎ. ঘরষব এর সাথে বৈঠক করেন। বৈঠকে প্রযুক্তি বিষয়ে বাংলাদেশে স্বল্প ও দীর্ঘ মেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে প্রতিষ্ঠানটি একমত পোষণ করে।