প্রধান মেনু

মারপিটে আহত ইউ.পি সদস্যের মৃত্যু গ্রেফতার-১

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম শ্যামপুর গ্রামের সাবেক ইউ.পি সদস্য আ: মান্নান মুন্সী (৬৫) মারপিটের ঘটনায় আহত অবস্থায় গত শনিবার দিবাগত রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। গতকাল রবিবার বিকেল অনুমান ৫ টায় তার লাশ পশ্চিম শ্যামপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়। হত্যাকান্ডে জড়িত থাকার দায়ে গতকাল রবিবার আসামী লতিফ শেখকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। জানাগেছে গত বৃহস্পতিবার রাতে পূর্বশ্যামপুর গ্রামের সদরপুর ইউনিয়নের বর্তমান ইউ.পি সদস্য আবুল ফকিরের বাড়ি থেকে গান শুনে বাড়ি যাওয়ার পথে শ্যামপুর চৌরাস্তা নামক এলাকায় রাত অনুমান ১২ টায় লতিফ শেখের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে মারপিট করে আহত করে। তাকে প্রথমে সদরপুর হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ৩ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি মারা যায়। এ ব্যাপারে নিহতের ভাতিজা আনোয়ার হোসেন মুন্সী বাদি হয়ে সদরপুর থানায় ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১২ তাং ১৬/০৪/২০১৭ইং। এলাকায় গুঞ্জন উঠেছে লতিফ শেখের স্ত্রী বিনু বেগমের সাথে নিহত মান্নান মুন্সীর অবৈধ সম্পর্কের জের ধরে মারপিটের ঘটনা ঘটে।

মোশাররফ হোসেন
সদরপুর, ফরিদপুর।