মামলার রায়কে স্বাগত জানিয়ে গৌরীপুরে এমপি প্রার্থী রফিকের নেতৃত্বে আনন্দ মিছিল
শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি : ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে স্বাগত জানিয়ে বুধবার (১০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এমপি প্রার্থী মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর শহরে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহন করেন গৌরীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপু, পৌর যুবলীগের আহবায়ক মেহেদী হাসান মিথুন, সাধারণ সম্পাদক দেলুয়ার হোসেন বাচ্চুসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীবৃন্দ। মিছিল শেষে পৌর আওয়ামীলীগ কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ১৪ বছর পর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় ঘোষণা হওয়ায় মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। এতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।
« কুষ্টিয়ার খোকসায় দুই ভাই হলেন আপিল বিভাগের বিচারপতি। (পূর্বের খবর)
(পরের খবর) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ইউএনও মো: শাহীনুজ্জামান এর বদলী জনিত অফিসার্স ক্লাবের বিদায় সম্বর্ধনা। »