মানিকগঞ্জ জেলায় আনন্দ উদ্দিপনার সাথে অনুষ্ঠিত হল স্টুডেন্ট কেবিনেট নির্বাচন -২০১৭
আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় নির্বাাচনকে মুখোরিত করার লক্ষে দ্বিতীয় বছরের ন্যায় দেশের অন্য জেলার মত মানিকগঞ্জে আনন্দ উদ্দিপনার সাথে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন -২০১৭ইং । আজ ৩০শে মার্চ ২০১৭ইং রোজ বৃহস্পতিবার জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকাব্দি যাকজমকভাবে চলে কেবিনেট নির্বাচনের ভোট গ্রহন। ৬ষ্ঠ শ্রেণী হতে ১০ম শ্রেনীতে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা তাদের মনোয়নকৃত প্রতিনিধিদের ভোট দিয়ে নির্বাচিত করেন। এতে যেমন একজন ভোটার তার নাগরিক অধিকারের অংশ হিসেবে ভোট দেয়ায় আনন্দিত অপরদিকে জাগরিত মেধাবী বালক-বালিকাদের জীবনে অর্জিত হচ্ছে গণতন্ত্রের চর্চা, যার সুদূর প্রভাব ফেলবে তরুণদের নাগরিক জীবনে।
শিবালয় উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব খবীর উদ্দিন জানান জেলার অন্যান্য সকল উপজেলার মত শিবালয়েও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে কেবিনেট নির্বাচন। উপজেলার ২০ টি স্কুল ও ৩টি মাদ্রাসার প্রায় ১৭ হাজর শিক্ষাথীর অংশগ্রহনে এ নির্বাচন মুখোরিত ছিল।
উপজেলা কেন্দ্রীয় আব্দুল গণী সরকার উচ্চবিদ্যালয়ে তথ্য সংগ্রহকালীন সময় ছাত্র-ছাত্রীদের কাছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২০১৭ইং নিয়ে জিজ্ঞাসা করলে ৮ম শ্রেণীর ছাত্রী নুরজাহান বলেন আমি প্রথমবারের মত ভোট দিচ্ছি খুবই ভালো লাগছে। একই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী পিয়াংকা দাস হাসিমুখে জানান এবার দিয়ে ২য় বারের মত ভোট দিয়ে আসলাম। ভোট দিয়ে আমার মনে হয়, আমরা ভবিষ্যতে যে কোন কোন নির্বাচনে অংশগ্রহন,ভোট প্রদান, গণতন্ত্রের বিকাশ সম্পর্কে অবগত হলাম।
(রুহুল আমিন, মানিকগঞ্জ)