মানিকগঞ্জে পরকীয়ার জের ধরে কৃষককে পিটিয়ে হত্যা
বিশেষ প্রতিনিধি মোঃসোহেল রানা: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশী গ্রামে পরকীয়ার জের ধরে আবুল হোসেন (৪০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে অজ্ঞাত ব্যাক্তিরা । বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ওই এলাকা থেকে আবুলের মরদেহ উদ্ধার করে সাটুরিয়া থানা পুলিশ ।আবুল হোসেন ওই এলাকার মওলানা লুৎফর রহমানের ছেলে । স্থানীয় বাসিন্দারা জানান , প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর সাথে সম্পর্ক ছিলো আবুলের ।সেই ঘটনার সূত্র ধরে বুধবার মধ্যরাতে প্রবাসীর বাড়িতে আবুলকে পিটিয়ে আহত করেন অজ্ঞাত ব্যাক্তিরা ।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি । সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ্ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , খবর পেয়ে আবুলের মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি ।