প্রধান মেনু

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ — -প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। শিক্ষকবৃন্দের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা, শেখানো পদ্ধতি ও কলাকৌশল, প্রযুক্তির ব্যবহার ও কারিকুলামের সঙ্গে মেলবন্ধন রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ গাজীপুর জেলার জয়দেবপুর পিটিআই-তে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকের কচি প্রাণ আগামী দিনের স্বনির্ভর জাতি গঠনের নেতৃত্ব। এদেরকে যথোপযুক্ত করে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই। তিনি বলেন, দেশের প্রাথমিক শিক্ষার অগ্রগতির শুরুটা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই। সময়টা পাল্টেছে শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে, এখন গুণগত মানকেও গুরুত্ব দেয়া হচ্ছে। গুণগত ধারার এ শিক্ষার শুরু হতে হবে প্রাথমিক অবস্থা থেকেই। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো শিক্ষার প্রারম্ভিক পর্যায় অর্থাৎ প্রাথমিক শিক্ষা।

দক্ষ ও নিবেদিতপ্রাণ প্রাথমিক শিক্ষকবৃন্দ হচ্ছেন গুণগত ধারার শিক্ষা নিশ্চিতে নেতৃত্বদানকরী নেতা। আর শিক্ষকদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করবে পিটিআই। মেধাবী শিক্ষকদের কমিটমেন্টের মাধ্যমে শিক্ষার গুণগতমান অনেক বেশি বেড়ে যাবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। পিটিআই সুপার মোঃ হাসানারুল ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।