মানব বন্ধন কর্মসূচী

স্টাফ রিপোর্টারঃ-
হাউজহোল্ড এন্ড এক্্রপেন্ডিচার সার্ভে (HIES)প্রকল্প ইনুমারেটরে কাম ডাটা এন্ট্রি অপারেটরদের কর্মসংস্থানে বা অন্য নতুন প্রকল্পে অভিজ্ঞতার ভিত্তিত্বে ১৩০ জন অপারেটর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আগার গাঁ ভবনের সামনে এক মানব বন্ধন করেন। উক্ত মানব বন্ধনে প্রত্যেক জেলা থেকে আগত ডাটা এন্ট্রি অপারেটরা উপস্থিত ছিলেন। ২০১৬ইং প্রকল্পের ১৪ মাস মেয়াদে ওই সকল ছেলে মেয়েরা চাকরী করেন উক্ত প্রকল্পটি আগামী ২০১৭ সালের মার্চ মাসেই মেয়াদ শেষ । তাই তাদের কথা, অভিজ্ঞতার অধিকার চাই,বেকারমুক্ত জীবন চাই, বাচার জন্য কর্মসংস্থান চাই। আরও বলেন, দারিদ্র্যতা পরিসংখ্যান করে আমাদেরকে দরিদ্র ও বেকার করা যাবে না। বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমাদের কর্মসংস্থ্যান চাই, তিনিই বলেছেন,দেশকে বেকার মূক্ত করবো। প্রধান মন্ত্রীর বলিষ্ঠ ভূমিকায় দেশ এখন অনেক এগিয়ে এবং ডিজিটাল ও মধ্য আয়ের দেশে পরিনত হয়েছে। আমরা এদেশে বেকার থাকতে চাই না আমরা চাই কাজ।বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রীর নিকট এক স্বরক লিপি দিলে সাক্ষাৎকারে জানায়, যে সকল ছেলে মেয়েরা হাউজহোল্ড এন্ড এক্য্রপেন্ডিচার (ঐওঊঝ) প্রকল্পে ইনুমারেটর কাম ডাটা এন্ট্রি অপারেটরে কাজ করেছে পরবর্তিতে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিত্বে নিয়োগ দেওয়া হবে। পরিসংখ্যান ব্যুরোর ব্যবস্থাপক পরিচালক এ প্রতিনিধির সাথে কথা হলে, তিনি জানায়, পরিবর্তিতে কোন নতুন প্রকল্প হলে তাদেরকে নেওয়া হবে এখন কোন নতুন প্রকল্প হতে নেই। সরকার যদি মনে করেন,ডাটা এন্ট্রি অপারেটর লাগবে তবে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।