মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
ফরিদপুরের সদরপুর উপজেলা শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা দরবার হলে অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন গঠন করেন সমিতির সাধারণ সম্পাদক মো: আইয়ুব আলী। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির ফরিদপুর আঞ্চলিক সাধারণ সম্পাদক আজাদ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো: সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পূর্ব কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর তালুকদার, বক্তব্য রাখেন বাইশরশি শিবসুন্দরী একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল বারেক মিয়া, কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর খান, আবদুর রশিদ খান প্রমুখ। অনুষ্ঠানের শেষে মৃত্যু প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
ছবি সংযুক্ত: সদরপুর উপজেলার শিক্ষক সমিতির পক্ষ থেকে মৃত্যু প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন অতিথিরা।
(মোঃ মোশাররফ হোসেন, সদরপুর, ফরিদপুর)