প্রধান মেনু

মাদারীপুরে উল্টো পথে আসা বাসের চাপায় ইজিবাইকের ২দুই যাত্রী নিহত ॥ আহত ৪॥

মাদারীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে সড়কে উল্টো পথে আসা যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত ও কমপক্ষে ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে।
নিহতরা হলেন মাদরীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের ফরহাদ হোসেন (৩৫)ও তার শ্বাশুড়ি রাজৈর উপজেলার নিলামবর্দ্দী গ্রামের স্বরুপা বেগম(৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উল্টো পথে আসা সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ইজিবাইকের ৬ জন যাত্রী আহত হয়। তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্য ডাক্তার দু”জনকে মৃত্যু ঘোষনা করেন। মারাত্মক আহতদের মধ্যে সদর উপজেলার মিঠাপুর গ্রামের রুবেল জমাদ্দার,একই উপজেলার সিকি নওহাটা গ্রামের শহিদুল ইসলাম ও লুৎফর রহমানসহ ৪জনকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রের করা হয়েছে। এদিকে দূর্ঘটনার পর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হলে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় অপর একটি সূত্র জানায়, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামের জামাল সরদার ও আফরোজা দম্পতির সদর হাসপাতালে একটি মৃত সন্তান প্রসব হয়। সকালে ঐ মৃত নবজাতকে কবর দেয়ার জন্য পরিবারের লোকজন একটি ইজিবাইক যোগে বাড়ি ফেরার পথে এ দূর্গটনা ঘটে। এতে জামাল সরদারের শ্বাশুড়ি স্বরুপা বেগম ও ভায়রা ফরহাদ হোসেন মারা যান। আহত উভয় পরিবারের সদস্যরা। এ ঘটনায় সারা এলাকায় শোকের ছায় নেমে আসে।
মাদারীপুরের পুলিশ সুপার সরোয়ার হোসেন জানান, দূর্ঘটনার পর পরই সদর থানার পুলিশ এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখে। পরবর্তীতে হাইওয়ে থানা পুলিশ এসে দূর্ঘটনায় পতিত বাসটির নিয়ন্ত্রন নিয়েছে।দূর্ঘটনার কারন ও পরিস্থিতি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ছবিসহঃ মাদারীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে সড়কে দূর্ঘটনায় পতিত বাসটি।

(কাজী জাফর, মাদারীপুর)