মাদারীপুরের পল্লীতে দু”দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ’ আহত- ২০|
মাদারীপুর প্রতিনিধিঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে বিবাদমান দু”দল গ্রামবাসীর মধ্যে দফায়-দফায় সংঘর্ষ ও বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫জন গ্রামবাসী আহত হয়েছে। আহতদেরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেলসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় সারা এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষে আশংকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
ঘটসাটি ঘটেছে আজ শুক্রবার সকালে উপজেলার সাহেবরাপুর এলাকার আন্ডারচর গ্রামের। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাগেছে, কালকিনি উপজেলার সাহেবরাপুর এলাকার আন্ডারচর গ্রামের সেকেন ঢালীর সঙ্গে একেই এলাকার মজিদ শিকদারের দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতা চলে আসছিল। তুচ্ছ ঘটনার জের ধরে আজ শুক্রবার সকালে সেকেন ঢালী ও মজিদ শিকদারের লোকজন দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় উভয় পক্ষের মূর্হুর মুর্হুর বোমার শব্দে সারা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
প্রায় তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষ ঊভয় পক্ষের অন্তত ২০ ব্যক্তি আহত হয়। মারাত্মক আহত শহিদুল কাজী(৩২), আকবার ফকির(৫০), সোনামিয়া ফকির(৬০), মালেক সরদার(৪২), জাকির বালী(৪০) ও মীনাল হোসেন (২৮) সহ কমপক্ষে ১৫জনকে কালকিনি সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এ ঘটনার পর এলাকায় থম থমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় অনাকাংখিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।