মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ দিবস পালন উপলক্ষে মধুখালীতে র্যালী ও আলোচনা সভা
ফরিদপুর প্রতিনিধি ঃ ফরিদপুরের মধুখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে পৌর সদরের ঢাকা-খুলনা সহাসড়ক হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালী পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,মধুখালী সিপিবি সভাপতি হাজী আঃ মালেক সিকদার, সাপ্তাহিক মধুখালী সংবাদের সম্পাদক বিপ্লব চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষাক সমমিতির সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান,উপজেলা ওয়ার্কার্স পাটির সম্পাদক আবু সাঈদ মিয়া, শিক্ষকদের পক্ষে মধুথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার চক্রবর্ত্তী , ইমামদের পক্ষে মোঃ আবুল হুসাইন ও উত্তম সরকার প্রমুখ। বক্তগণ সমাজে মাদকের ভয়বহতা তুলে ধরে বক্তব্য রাখেন এবং নিরসনে উপায় পরামর্শ দেন।