প্রধান মেনু

মাঠ দিবস পালিত

খামার যান্ত্রিকী করণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের ২য় পর্যায়ের আওতায় রিপার যন্ত্র দ্বারা গম কর্তনের মাধ্যমে শিবালয়ে মাঠ দিবস পালিত হয়েছে । জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর মানিকগঞ্জ এর উদ্যোগে আজ ৮ই মার্চ রোজ বুধবার শিবালয় উপজেলাধীন মুশুরিয়া ব্লকে এ মাঠ দিবস পালিত হয়েছে। আব্দুস সামাদ (৩৫) নামের এক কৃষকের গম চাষের সফলতাকে কেন্দ্র করেই এ অনুষ্ঠঅনের আয়োজন করা হয়। শিবালয় উপজেলা কৃষিবিদ মোঃ আনোয়ার হােসেনর এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক কৃষি অধিদপ্তর খামারবাড়ি, মানিকগঞ্জ- কৃষিবিদ মোঃ আলীমুজ্জামান মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ- পরিচালক অধিদপ্তর, পরিচালকের কার্যালয় ঢাকা অঞ্চল হতে মোঃ আজাহারুল আলী মন্ডল, মহাদেবপুর ইউপি চেয়ারম্যান- মাহমুদুল আমিন ডিউক, মহাদেবপুর ইউপি সদস্য- রাইজুদ্দিন মোল্লা এছড়াও এলাকার যুব সমাজের মধ্যে মোঃ নিহাদ হোসেন, মোঃ সোহেল রানা, রনি মিয়া, রমজান আলী অনুষ্ঠান পরিচালনায় ভূমিকা রাখেন। এসময় কৃষিবিদগন কৃষকদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। যার মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যাবহারের গুরত্ব তুলে ধরা হয়। রিপার যন্ত্র দ্বারা কৃষক আব্দুস সামাদের উৎপাদিত প্রায় ২ বিঘা জমির গম কর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

(রুহুল আমিন, মানিকগঞ্জ)