প্রধান মেনু

মহেশপুরের ৫৮ বিজিবির অভিযানে ৪০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ প্রতিনিধি ১৮ডিসেম্বর ২০১৯ঃ ঝিনাইদহেম মহেশপুর বুধবার ৫৮ বিজিবির সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এ তথ্য জানান। তিনি বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ধোপাখালী এলাকার রাজাপুর গ্রামের মাঠ থেকে ৩৫৯ বোতল এবং হালদারপাড়া মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।