প্রধান মেনু

মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, বেগম নাসরিন জাহান রতœা, বেগম ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং বেগম রিফাত আমিন অংশগ্রহণ করেন। বৈঠকে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রগতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন স্বাস্থ্যসেবা কেন্দ্র, ক্লিনিক, হাসপাতাল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

কমিটি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক মেমোরি অভ্ধসঢ়; দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর সুপারিশ করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।