মহান মে দিবস উপলক্ষে মধুখালীতে আলোচনা সভা
নিজস্ব ফরিদপুর প্রতিনিধি ঃ মহান মে দিবস উপলক্ষে মধুখালীতে বিভিন্ন সংগঠনের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মধুখালী উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলার মেসার্স নির্মান ট্রেড সেন্টারের সামনে থেকে একটি র্যালী বের হয়ে পৌর সদরের ঢাকা-খুলনা মহা সড়ক প্রদক্ষিন করে নির্মান ট্রেড সেন্টারের সামনে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফিরোজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুরুজ্জান বাচ্চু, সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মুনসুর নান্নু, জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম,মির্জা আহসানুজ্জামান আজাউল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো.শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর মির্জা আব্বাস হোসেন, মধুখালী বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশার বাদশা,সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন ।
অপর দিকে ফরিদপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী পরিষদের আয়োজনে দুপুরে পরিষদের সভাপতি সুভাষ রায়ের সভাপতিত্বে এবং ফরিদপুর চিনিকলের শ্রমজীবি ইউনিয়নের প্রাক্তন সাধারন সম্পদক কাজল বসুর সঞ্চালনায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিপিবি সভাপতি হাজী আঃ মালেক সিকদার,উপজেলা আওয়ামামীলীগের সহসভাপতি মোঃ হামিদুর রহমান, উপজেলা আওয়ামামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,উপজেলা আওয়ামামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড.আলীউজ্জামান খোকন, শ্রমিক নেতা মোঃ মনিরুল ইসলাম, মেহেদী হাসান, শাহ মোঃ হারুন অর রশিদ, আঃ বারিক বিশ্বাস,শাহ মোঃ খুশবুজ্জামানসহ প্রমখ ।