প্রধান মেনু

মনোয়ার হোসেন ডিপজলের হার্টের রক্তনালিতে রিং পরানো হয়েছে

সিঙ্গাপুরে চিকিত্সাধীন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের হার্টের রক্তনালিতে রিং পরানো হয়েছে।গতকাল সোমবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার করোনারি স্ট্যান্টিং করা হয়।এর আগে ডিপজলের হার্টের এনজিওগ্রাম করা হয়। ডিপজলকে আগামী দেড় মাস চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।

গত সপ্তাহের মঙ্গলবার বিকেলে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর ডিপজলকে প্রথমে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

ডিপজলের বাংলা সিনেমায় আগমন হয় পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে। তার প্রথম ছবি ‘টাকার পাহাড়’। টানা কয়েক বছর ভিলেন হিসেবে দাপটের সঙ্গে অভিনয়ের পর বিরতি নিয়ে আবার ফিরেন। বর্তমানে তার অভিনীত মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি ডিপজল প্রযোজনাও করছেন বেশকিছু ছবি।