প্রধান মেনু

মধুখালীর আড়পাড়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত

আনোয়ারুল ইসলাম জামিল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার দিনব্যাপী “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদরুজ্জামান (বাবু)’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সুজন বিশ্বাস এর সঞ্চালনায় মাঠ প্রাঙ্গনে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা এবং স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়ানুষ্টানের শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি কাজী মতিউল ইসলাম (মুরাদ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়পাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মোঃ ইসহাক আলী মোল্যা, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আঃ রউফ মৃধা, দাতা সদস্য এবং বালিয়াকান্দী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মৃধা মোহাম্মাদ এহ্তশাম হায়দার, কামারখালী সরকারী আঃ রউফ কলেজের প্রভাষক মোঃ এনামূল হক, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) ,ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) প্রমুখ।

স্কুলের পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের এবং ক্রীড়া অনুষ্ঠানের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করে অনুষ্ঠানটি শেষ হয়।