মঙ্গা, অনুন্নত ও কর্মহীন কুড়িগ্রাম আজ সমৃদ্ধ, কর্মচাঞ্চল্য ও উন্নয়নের জনপদ — প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বর্তমান সরকার দীর্ঘদিনের মঙ্গা, অনুন্নত ও কর্মহীন খ্যাত কুড়িগ্রামকে বিভিন্ন কর্ম-পরিকল্পনার মাধ্যমে সমৃদ্ধ, কর্মচাঞ্চল্য ও উন্নয়নের জনপদে রূপান্তর করেছে। এ অর্জনকে ধরে রাখতে সরকারের পাশাপাশি আঞ্চলিক পর্যায়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে সহায়ক ভূমিকা রাখতে হবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকাস্থ উত্তর ধরলা ছাত্র পরিষদ, কুড়িগ্রাম কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি আবদুল ওহাব রেজার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোঃ আব্দুস সবুর খান, প্রকৌশলী মোঃ সলিমুল্লাহ, মোঃ আব্দুল আলীম ও আতিক হাসান রাজা।
প্রতিমন্ত্রী বলেন নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করতে হবে। স্ব স্ব এলাকায় সত্য, সুন্দর, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ছাত্র সংগঠনগুলোকে লোভ-লালসার উর্ধ্বে ওঠে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। এতে করে দেশ ও জাতি বেশি বেশি আলোকিত সাদামনের মানুষ উপহার পেতে পারে। তিনি ঢাকাস্থ উত্তর ধরলা ছাত্র পরিষদ, কুড়িগ্রামকে শিক্ষাবান্ধব, জনকল্যাণমুখী, মননশীল ও সৃষ্টি ধর্মী ছাত্র সংগঠন হিসেবে উল্লেখ করে এর কর্মযজ্ঞকে কুড়িগ্রামের সাধারণ ছাত্রসমাজের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।