ভেড়ামারায় মাদক উদ্ধার করতে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার
মোঃ আকরাম হোসেন কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোপীনাথপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিশেষ অভিযানে মাদক উদ্ধারের পরিবর্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আজ সোমবার সহকারী পরিচালক জনাব, মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া এর একটি রেইডিং পার্টি অভিযান পরিচালনা করে উপজেলার গোপিনাথপুর গ্রাম হতে ইয়াসির আরাফাত (২৮) আটক করে।
এসময় তার কাছে থেকে ১ টি রিভলবার ও ১ টি এল.জি (পাইপ গান) উদ্ধার করা হয়। আটক কৃত আরাফাত উক্ত এলাকার মৃত আমিনুল ইসলামের পুত্র।
পরে তাকে আসামি করে পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন।
« গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ সরকারি করণ হওয়ায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ে শিক্ষার গুনগত মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা (পূর্বের খবর)