প্রধান মেনু

ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত জিরো টলারেন্স ঘোষণা দিলেন ভূমি প্রতিমন্ত্রী

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতসহ ভূমি অফিসগুলোতে জনভোগান্তি, দালালমুক্ত ও দুর্নীতিমুক্ত করা হচ্ছে। তিনি বলেন, দুর্নীতিবাজরা দেশ ও জাতির শত্রু। তিনি ভূমি অফিসগুলোকে দুনর্য়ীতিমুক্ত করার জিরো টলারেন্স ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর তেজগাঁওয়ে বিএফডিসি অডিটোরিয়ামে ‘ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ভূমির উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত স্বচ্ছতার মাধ্যমে দুর্নীতিকে জিরো টলারেন্স করা হচ্ছে।

তিনি বলেন, সারাদেশে ৫০ হাজার গৃহহীনকে গুচ্ছগ্রাম পুনর্বাসন করার কাজ চলছে। ভূমি সংশ্লিষ্ট বিষয়ে জটিলতা সৃষ্টি হয়েছে সেই মুঘল, ইংরেজ, পাকিস্তান শাসনামল থেকেই। তিনি বলেন, ভূমি অফিসগুলোর সমস্যা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।