ভুয়া পুলিশ সদস্য আটক
আশুলিয়ার চারাবাগ এলাকায় দুই ভুয়া পুলিশ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সে সময় তাদের কাছ থেকে পুলিশের ভুয়া পরিচয়পত্র, ক্যাপ ও কিছু আনুসাঙ্গিক মালামাল উদ্ধার করা হয়।
জানাযায় : পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানার হাগড়াদাংগা গ্রামের কালিচন্দ্র নাথের ছেলে অটল চন্দ্র রায় ও আশুলিয়া বুড়িবাজারের আ:সাত্তারের ছেলে নুরুনবী হোসেন,
বিভিন্ন দোকানে ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায় করার চেষ্টা করছিলো।
এসময় এলাকা বাসির সন্দেহ হলে তাদের আটকে রেখে থানায় খবর দেন। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাবাদের মাধ্যমে জানতে পারে, তারা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ও পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা আদায় করত।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক আনোয়ার মোল্লা জানান: তাদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মামলা দায়ের করা হয়েছে ।
« পিডিবিএফ-এর বিশেষ সম্মেলন (পূর্বের খবর)