প্রধান মেনু

ভুটানকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। দুর্বল ভুটানকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে ফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক দলটি। চার দলের এই টুর্নামেন্টে টানা দুই জয়ে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট।

নিজেদের প্রথম ম্যাচে লাল- সবুজের দল ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল নেপালকে। আজ মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামর শুরুতেই এগিয়ে যায় বাংলোদেশ। ১২ মিনিটে মার্জিয়ার কর্নারে আঁখি খাতুনের হেডে লক্ষ্য ভেদ করে তারা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের ৫৫ মিনিটে মার্জিয়ার কর্নারে আঁখির ভলিতে। বাংলাদেশের পক্ষে তৃতীয় গোল করেন সাজেদা খাতুন। ম্যাচের ৭৯ মিনিটে তাঁর দূরপাল্লার শট জলে জড়ায়।

গত রোববার নিজেদের প্রথম ম্যাচে তুহুরা খাতুনের হ্যাটটিকে বড় জয় ঘরে তুলেছিল বাংলাদেশ। অনুচিং মারমাও অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন সেদিন। অবশ্য এদিন দুজনে অনেকটাই নিষ্প্রভ ছিলেন। তবে আজকের এই জয়ে ফাইনালে অনেকটাই নিশ্চিত করেছে বাংলাদেশ। পরের ম্যাচে ভারতের বিপেক্ষ নেপাল হারলে অথবা ড্র করলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।