ভিয়েতনামের রাষ্ট্রীয় পদকে ভূষিত হলেন সাবের হোসেন চৌধুরী
ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) : ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের অনারারি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী ভিয়েতনামের রাষ্ট্রীয় পদক ফ্রেন্ডশিপ অর্ডার লাভ করেছেন। গত শুক্রবার ভিয়েতনামের সংসদ ভবনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেদেশের জাতীয় সংসদের প্রেসিডেন্ট গুয়েন থিম কান তাঁকে এ পদক প্রদান করেন। এসময় ভিয়েতনামের জাতীয় সংসদের সাবেক প্রেসিডেন্ট গুয়েন মিন হ্যান উপস্থিত ছিলেন। আইপিইউ এর মাধ্যমে ভিয়েতনামের সাথে অন্যান্য দেশের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় তাকে এ পদক প্রদান করা হয়।সাবের হোসেন চৌধুরীই প্রথম বাংলাদেশি যিনি এ পদক লাভ করলেন।
ভিয়েতনামের রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে সাবের হোসেন চৌধুরী এশিয়া প্যাসিফিক পার্লামেন্টারি ফোরামের ২৬তম সভায় যোগদান করে বক্তব্য রাখেন। সংসদীয় কূটনীতি, সন্ত্রাস, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোকপাত করেন। তিনি আরো বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সন্ত্রাস প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলাসহ বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব। সাবের হোসেন চৌধুরী প্রযুক্তির মাধ্যমে সংসদ সদস্যদের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন। সফরকালে তিনি ভিয়েতনামের রাষ্ট্রপতি তারান দাই কোয়াং, সেদেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব গুয়েন ফো তোরংয়ের এর সাথে সাক্ষাৎ করেন।