প্রধান মেনু

ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রম প্রদর্শন

আজ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলনকক্ষে একটি বাড়ি একটি খামার প্রকল্প কার্যক্রমের ওপর এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে বিভাগের সচিব মাফরুহা সুলতানা ফরিদপুর জেলার সদর, মধুখালী, বোয়ালমারী, নগরকান্দা, চরভদ্রাসন, সালথা ও ভাংগা উপজেলার কর্মকর্তা ও উপকারভোগীদের সাথে কথা বলেন।

এসময় তিনি ঋণ অনুমোদন, কিস্তি আদায় ও সঞ্চয় জমা কার্যক্রম ভিডিওতে দেখেন। সমবায় সচিব বলেন, প্রকল্পটিতে গরিব ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর টাকা সহজে তোলা, জমা ও আর্থিক স¦চ্ছতা নিশ্চিতকরণে অনলাইনে সকল আর্থিক ব্যবস্থাপনা সম্পাদন করা হচ্ছে।

এ প্রকল্পের বিশেষ সুবিধা হচ্ছে অনলাইনে সঞ্চয় ও কিস্তি জমা দেয়া এবং ঋণ উত্তোলন করা, যা সুবিধাভোগীদের ক্ষুদে বার্তার মাধ্যমে অবহিত করা হয়।