ভালুকায় শীতবস্ত্র বিতরণ করলেন- ওয়াহেদ
নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেতা,দানবীর,শিক্ষানুরাগী ও বিশিষ্ট শিল্পপতি ময়মনসিংহ-১১ ভালুকা আসনে আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম.এ ওয়াহেদ ২ জানুয়ারী শুক্রবার সকালে ভালুকা পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকটি স্থানে হতদরিদ্র শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এসময় ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকারর আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল,ডাকাতিয়া ইউপি সাবেক চেয়ারম্যান আতিকুজ্জামান লস্কর,আওয়ামীলীগ নেতা নূরে আলম জিকু,আওয়ামীলীগ নেতা আফজাল মন্ডল,বিশিষ্ট ব্যাবসায়ী কামরুল ইসলাম সরকার, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রুমেল আকাশ,সাংগঠনিক সম্পাদক আবু নোমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক ওয়াসিম মিয়া,রাজৈ ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ্ধসঢ়; খান সোহেলসহ পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ,শ্রমিকলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।