ভালুকায় শিল্প পুলিশের তান্ডবে হবিরবাড়ী রণক্ষেত্র, পুলিশ সহ আহত শতাধিক

উসমান গনি তুহীন ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী (সিডষ্টোর) বাজার এলাকায় ঠিক ইফতারের সময় শিল্প পুলিশের তান্ডবে রণক্ষেত্রে পরিনত হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ প্রায় শতাধিক আহত হয়েছে। সোমবার সন্ধায় ইফতারের সময় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডষ্টোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ৩ ঘন্টা অবরোধ করে রাখে ।
স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার বিকালে শিল্প পুলিশের ভ্যানে গণপরিবহনের ধাক্কা লাগাকে কেন্দ্র করে, দুই শিল্প পুলিশের সাথে স্থানীয় লোকজনের কথা কাটাকাটি হয়। পরে ওই দুই পুলিশ তাদের সহকর্মীদের জানালে সাদা পোষাকে একদল পুলিশ ইফতারের পূর্ব মুহুর্তে লাগাতার ভাবে বেশ কয়েকটি দোকানে ভাংচুর চালায়। ব্যবসায়ীরা কিছু বুঝে উঠার আগেই রনক্ষেত্রে পরিনত হয় সিডষ্টোর বাজার। পরে ব্যবসায়ীরা একত্রিত হয়ে পুলিশকে পাল্টা ধাওয়া করলে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের সুত্রপাত হয় এ সময় সংঘর্ষে পুলিশ সহ শতাধিক আহত হয় । এর জেরে ব্যবসায়ীরা ঢাকা-ময়মনসিংহ মহা-সড়ক অবরোধ করে।
ময়মনসিংহ পুলিশ সুপার আবিদ হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, সহকারী কমিশনার ভূমি রোমেন শর্মা, ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন ও হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু এলাকার মানুষের সাথে কথা বলেন এবং তাদের আশ্বাসে ব্যবসায়ী ও জনগন অবরোধ তুলে নেয়। ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমি মাত্র কয়েকজন পুলিশ নিয়ে আপনাদের সাথে কথা বলেছি এবং আপনারা আমার কথায় শান্ত থেকেছেন কিন্তু শিল্প পুলিশ শান্ত থাকেনি।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল বলেন, ভালুকার মানুষ অত্যন্ত শান্ত এবং ভদ্র। আমি নিশ্চিত শিল্প পুলিশের উস্কানি ছাড়া এ ঘটনা ঘটেনি। শিল্প পুলিশের কাজ হল শিল্প কারখানার আইন শৃঙ্খলা দেখা। সাধারণ আইন শৃঙ্খলা দেখবে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।তাদের বাইরে আসাকে আমি মেনে নিব না। যারা আহত হয়েছেন তাদের সমস্ত চিকিৎসা ব্যয় আমি দেখব। যত ক্ষয় ক্ষতি হয়েছে অতি দ্রুত সময়ে তা নিরুপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম বলেন, দীর্ঘদিন ধরে শিল্প পুলিশ এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে হয়রানী মুলক আচরণ এবং চাঁদাবাজী করে আসছে। এলাকার সকল মানুষ এখন অতিষ্ঠ। আমরা শিল্প পুলিশ চাই না। ভালুকায় শিল্প পুলিশের কোন দরকার নেই। উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ সকল আইন শৃঙ্খলা দেখবে। আমি মাননীয় এমপি মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি বলেছেন প্রয়োজনে তিনি এ বিষয়ে সংসদে কথা বলবেন। আমাদের সাথে পুলিশ সুপার মহোদয় উপস্থিত আছেন। আমি অনুরোধ জানাচ্ছি এঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হউক।
জেলা পুলিশ সুপার আবিদ হাসান বলেন, আপনাদের সাথে কথা বলার আগে আমি আইজি মহোদয়ের সাথে কথা বলেছি। আমি আইজি মহোদয়ের পক্ষে এ ঘটনার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি।আপনাদের উপর যে অত্যাচার হয়েছে, আপনাদের যে ক্ষতি হয়েছে, যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ন দায় দায়িত্ব আমরা নিব এবং দোষিদের অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে। জেলা পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসার সকলকে শান্ত থাকার অনুরোধ জানান। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মাজাহারুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।