প্রধান মেনু

ভালুকা পৌর আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উসমান গনি তুহীন, ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ ভালুকা পৌর আওয়ামী লীগের আয়োজিত ১৮ মে (শনিবার) ইফতার ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়। উপজেলার আবাসিক মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগ সভাপতি আঃ রশিদ মাষ্টার। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু । তিনি বলেন আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছেন, সে জন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। দ্বিধা বিভক্তি না রেখে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ্ উদ্দিন কাইয়ুম,আওয়ামী লীগের সিনি: সহ সভাপতি এড.শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মাহবুব, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন পাঠান প্রমূখ ।

আলোচনা শেষে দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয় ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ঈমাম মাওলানা মোঃ কতুব উদ্দিন। ইফতার ও দোয়া মাহফিল বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ, কৃষক লীগ,যুবলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সুশীল সমাজ, সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক কর্মী, উপজেলা প্রসাশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম আপন।