প্রধান মেনু

ভালুকায় বিদ্যুৎ পৃষ্টে কৃষকের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ভালুকা উপজেলার মেদুয়ারী পিত্তারটেক গ্রামে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে মাঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎ¯পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় আরো তিন জন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে হাসমত আলী হাসু (৩৫) বাড়ির পাশে সবজি ক্ষেতে আগাছা পরিষ্কার করতে যায়।

এ সময় পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসুকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ সময় আরো আহত হয়- নিহত হাসুর মেয়ে হাসি আক্তার (৯), মুর্শিদা খাতুন (৪২) ও জয়নাল আবেদিন (৫০)। তাদেরকে মুমূর্ষু অবস্থায় ভালুকা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।