ভালুকায় বসত ঘরের মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার মা সহ গ্রেফতার-৩
উসমান গনি তুহীন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় বসতঘরের মেঝে খুঁড়ে জসিম উদ্দিন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার উরাহাটি পশ্চিমপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সুলাতান মিয়ার নেশাখোর ছেলে জসিম উদ্দিন নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মা সহ পরিবারের লোকদের নির্যাতন করে আসছিলো।
গত সোমবার রাতে টাকার জন্য তার মা সুফিয়া খাতুনকে মারধর করলে পিতা সুলতান মিয়াসহ পরিবারের লোকজনের সাথে ঝগড়া হয়। বুধবার বিকেলে গ্রামের লোকজন বিষয়টি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশাকে জানালে তিনি পুলিশকে জানান। রাতেই পুলিশ ওই বাড়িতে যায় কিন্তু বাড়ির কোন লোকজন না থাকায় ঘরের তালা ভেঙে কোন আলামত না পেয়ে চলে আসে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ আবারো ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর টেবিলের নিচে মেঝের অংশ কিছুটা ভিজা ও লোপাপোছা অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে মাটি খুঁড়ে গলায় প্লাষ্টিকের দড়ি পেঁচানো অবস্থায় জসিম উদ্দিনের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।স্থানীয়রা আরও জানান, জসিম টেম্পু চালক এবং সে প্রায়ই নেশা খেয়ে পরিবারের লোকদের নির্যাতন করত।
সোমবার ঘটনার পর জসিমের স্ত্রীকে এক বছরের শিশু সন্তানসহ তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়া হয় এবং বুধবার সকালে জসিমের পিতা সুলতান মিয়া ঢাকায় অবস্থানরত তার ভাতিজা জাহাঙ্গীরকে ঘটনাটি জানায়। পরে জাহাঙ্গীর নিহত জসিমের বড় ভাই আমীরকে অবহিত করলে সে ইউপি চেয়ারম্যানকে ঘটনাটি জানায়। লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, লাশের গায়ে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি, কিন্তু গালায় প্লাষ্টিকের দড়ি পেঁচানো ছিলো। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। থানা সুত্রে জানাযায়, ভালুকা মডেল থানার এস,আই মামলার তদন্তকারী অফিসার রোমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরে রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে নিহত জসিম উদ্দিনের পিতা সুলতান মিয়া,মাতা সুফিয়া খাতুন ও ছোট ভাই আলমগীর হোসেনকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, ভালুকা উপজেলার উড়াহাটি গ্রামের সুলাতান মিয়ার মাদকাসক্ত ছেলে জসিম উদ্দিন নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মা সহ পরিবারের লোকদের নির্যাতন করতো। গত সোমবার রাতে নেশার টাকার জন্য তার মা বাবাকে মারধর করলে এক পর্যায়ে তার সৎ মা হাতুড়ী দিয়ে আঘাঁত করে মুখে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে পরে ঘরের মাটি গর্ত করে জসিমের লাশ বস্তাবন্দি করে গর্তে পুঁতে রাখে, ঘটনার দুই দিন পর তারা পালিয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ মাটি খুঁড়ে বস্তাবন্দি গলাই রশি পেঁচানো অবস্থায় জসিমের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের সৎ ভাই আমীর আলী বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।