প্রধান মেনু

ভালুকায় প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ

উসমান গনি তুহীন ভালুকা,ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ভালুকা উপজেলার দুইশত ১০টি প্রাথমিক বিদ্যালয়ে সরকারী ভাবে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রোমেন শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করেন সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ওমর হায়াত খান নঈম, পৌর আ’লীগ নেতা হাজী নুরুল ইসলাম,আফতাব আহাম্মেদ মাহবুব,উপজেলা ছাত্র লীগের সভাপতি মনিরুজ্জামান মামুন ,উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব সহ উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক গণ উপস্থিত ছিলেন।

এ সময় ৮২টি মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ১২৮টি সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়।