প্রধান মেনু

ভালুকায় প্রতিবন্ধীর বসত বাড়ী পুড়ে ছাঁই পরিবার সদস্যদের মানবেতর জীবন

উসমান গনি তুহীন, ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ অগ্নি কান্ডে ময়মনসিংহের ভালুকার ভরাডোবায় এক প্রতিবন্ধীর ২টি বসত ঘর,গবাদী পশু,আসবাবপত্র,নগদ অর্থ সহ ক্ষুধা নিবারনের বছরের খোড়াক পুড়ে ছাঁই হয়ে গেছে। সব হারিয়ে নিঃস্ব পরিবার সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। গতকাল (৬,জুন) বৃহেস্প্রতি বার দিনের কর্ম শেষে কর্মঅক্ষম দরিদ্র প্রতিবন্ধী মোঃ হারুন (৫৫) পরিবার সনস্যদের নিয়ে নিন্দ্রাকালে মধ্য রাতে বসত ঘরে আগুন ধাও-ধাও করে জ্বলে উঠতে দেখতে পায় এতে পরিবার সদস্যরা কোন মতে জীবন বাঁচালেও আগুনের লেলিহান শিখায় মুহত্বেই পুড়ে যায় বাছুর সহ দুধের গাভী,৬টি ছাগল,নগদ ১০হাজার টাকা,হাড়ী পাতিল,আসবাব পত্র ও পরিবারের ক্ষুধা নিবারনের বছরের খোড়াক (ধান-চাল)।

আগুনের তীব্রতা মুহূর্তের মধ্যেই ব্যাপক আকার ধারণ করলে খোজ পেয়ে স্থানীয়রা এসে তা নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনার স্থলে পৌছে ৩ঘন্টার চেষ্টায় ভোর রাতে আগুন নিয়ন্ত্রনে আনেন। বৈদ্যূতিক সর্টসার্কিট থেকেই এ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে বলে জানান ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার ইকবাল হাসান। অন্যদিকে খবর পেয়ে স্থানীয় ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার (৭জুন)শুক্রবার সকালে আগুনে নিঃস্ব ওই প্রতিবন্ধীর পরিবারের পাশে দাড়িয়ে ৩ বান্ডেল টিন ও ১বস্তা চাউল দিয়েছেন।