ভালুকায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন
উসমান গনি তুহীন ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ”প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শতভাগ ভর্তির কার্যক্রম অব্যাহত রাখা ও উপস্থিতি নিশ্চতকরণ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষে ১৩ মার্চ বুধবার সকালে ময়মনসিংহের ভালুকায় জাতীয় শিক্ষা সপ্তাহ দিবস পালিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এডুকোর সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র,ছাত্রী ও প্রশাসনিক কর্মকর্তাদের অংশ গ্রহনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শিক্ষা র্যালী বের হয় । র্যালীটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনায় মিলিত হয় । এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, শিক্ষা অফিসার জুয়েল আশরাফ,মাধ্যমিক শিক্ষা অফিসার চাঁন মিয়াসহ প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকগন।