প্রধান মেনু

ভালুকায় জাতীয় গণহত্যা দিবস পালিত

উসমান গনি তুহীন ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধিঃ ২৫শে মার্চ মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত দিন। একাত্তরের অগ্নিঝরা এ দিনে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস, ভয়ঙ্কর ও বিভীষিকাময় কালরাত্রি। ১৯৭১ সালের এইদিনে বাঙালী জাতির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকসা অনুযায়ী আন্দোলনরত নিরস্ত্র বাঙালীদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।

২৫ মার্চ প্রথমবারের মতো জাতীয়ভাবে গণহত্যা দিবস পালন করা হচ্ছে। তারই অংশ হিসেবে উপজেলা প্রশাসন, ভালুকা, ময়মনসিংহ কর্তৃক শহীদদের স্মরণে আয়োজিত মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ময়মনসিংহের ভালুকায় রক্তাক্ত ২৫মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় স্মৃতিসৌধে সোমবার সন্ধায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয় ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল,পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম,ভালুকা সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ,জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চাঁন মিয়া, ঘাঁতক দালাল নির্মুল কমিটির সভাপতি আবুল হোসেন খান মিলন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি সাদিকুর রহমান তালুকদার, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ,শিক্ষক, এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মোমবাতি প্রজ্জ্বলনের পর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।