প্রধান মেনু

ভালুকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন

উসমান গনি তুহীন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আজ ১৭ মার্চ রবিবার ময়মনসিংহের ভালুকায় সকালে প্রশাসনের আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী,সামাজিক,রাজনতৈক ও প্রশাসনিক কর্মকার্তাদের অংশ গ্রহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম মোস্তফা সহ আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা বীর মুক্তি্যোদ্ধা, বিভিন্ন স্কুলের শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা ।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,ভালুকা সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ,মডেল থানা অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদারসহ আরও অনেকে। আলোচনা শেষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে বংগবন্ধুর ৭ মার্চ এর ভাষণ, আযান, হামদ,নাত, কবিতা আবৃত্তি, কেরাত, উপস্থিত বক্তৃতা ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।