ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
উসমান গনি তুহীন ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্য নিয়ে বুধবার সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন, এডুকো, আসপাডা ও ব্রাকের সহযোগীতায় উপজেলা পরিষদের সামনে এক মানবন্ধন কর্মসুচি পালিত হয় ।
এতে উপজেলা নিবার্হী অফিসার মাসুদ কামাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা রুমানা শারমিন, ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, সমবায় কর্মকর্তা মন্তোষ কুমার গোপ,পরিসংখ্যাণ কর্মকর্তা শাহজাদা,সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,এনজিও প্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ও বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী এবং সাংবাদিকগণ অংশ নেন।