ভালুকায় অবৈধ পলিথিন কারখানায় র্যাবের অভিযান।। আটক – ৩
ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের চালের মিলের আড়ালে পলিথিন বানানোর মেশিন বসিয়ে ব্যবসা করার অভিযোগে মেজর শেখ নাজমুল আরেফিন পরাগের নেতৃত্বে র্যাব-১৪ একটি দল সিনহা অটো রাইস মিলে অভিযান চালায়। রোরবার দুপুরে ওই কারখানা থেকে পলিথিন বানানোর কাঁচামাল সহ ৩ কর্মচারীকে আটক করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ র্যাব-১৪এর একটি দল সিনহা অটো রাইস মিল নামের একটি কারখানায় অভিযান চালায়। পলিথিন বানানো অবস্থায় পলিথিন কারখানার শ্রমিক ফুলপূর উপজেলার মকবুল হোসেনের ছেলে ওয়াবায়দুল হক বাবু(৩৬), একই উপজেলার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে আনারুল ইসলাম(২৮) ও হালুয়াঘাট উপজেলার আব্দুল আজিজের ছেলে ইসমাঈল হোসেনকে (১৮) আটক করে। কারখানা থেকে র্যাব পলিথিন বানানোর কাঁচামাল জব্দ করে। কারখানাটি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহাব উদ্দিনের কাছে জিম্মায় রাখা হয়েছে ।
অভিযান পরিচালনাকারী মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ বলেন, আমরা হাতেনাতে অভিযুক্ত ৩জনকে আটক করেছি। কারখানার মালিক সিরাজুল ইসলাম ও রিফাত পলাতক রয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেছে ।
(পরের খবর) পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার »












