প্রধান মেনু

ভারত সহ সারাবিশ্বে মুসলিম নির্যাতনের প্রতিবাদে  মানববন্ধন

শাহজাহান আলী মনন, নীলফামারী  প্রতিনিধি ॥ ভারত সহ সারাবিশ্বে মুসলিম নিধন ও নির্যাতনের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ২ আগস্ট শুক্রবার জুমআর নামাজের পর শহরের প্রাণ কেন্দ্র শহীদ ডা. জিকরুল হক রোডে প্রেসক্লাব ও জামে মসজিদের সামনে এ কর্মসূচীতে পৌর এলাকার বিভিন্ন মসজিদ থেকে মসুল্লীরা অংশগ্রহণ করে।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানব বন্ধন চলাকালে আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দপুর শাখার সভাপতি শফি আহমেদ রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের নীলফামারী জেলা সাধারণ সম্পাদক গুলজার আহমেদ আশরাফী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আসিফ আশরাফী, সাংগঠনিক সম্পাদক নাদিম আশরাফী, সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার সুলতান রেজভী, ফিরোজ আলম, খুরশিদ আলম মানিক প্রমুখ।

সঞ্চালনা করেন সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক খালিদ আজম আশরাফী। মানব বন্ধন থেকে বক্তারা সারাবিশে^ মুসলিম নিধন ও নির্যাতনের কঠোর সমালোচনা করে অনতি বিলম্বে তা বন্ধ করার জন্য হুশিয়ারী উচ্চারণ করেন। বিশেষ করে ভারত, চীন ও মিয়ানমারে মুসলিমদের উপর অমানবিক হত্যাযজ্ঞ, তাদের সম্পদ লুটপাট, বাড়িঘর দখল ও জীবন্ত আগুনে পুড়িয়ে মারার মত নৃশংসতা বন্ধের জন্য বিশ্বের সকল মানবাধিকার সংস্থাসহ ওআইসির হস্তক্ষেপ দাবি করেন।

এ ব্যাপারে বিশ্বের কর্তৃত্বশালী দেশসমুহের প্রভাবশালী রাষ্ট্রপ্রধানসহ সংশ্লিষ্টদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মুসলিম নিধন ও নির্যাতন বন্ধের কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য কুটনৈতিক তৎপরতা চালানোর জন্য আহ্বান জানান।