ভাদুরিয়া ইউনিয়ন পরিষদ কে মডেল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইউপি চেয়ারম্যান মোঃ আসমান জামিল।
মোঃ ইয়ামিন সরকার, নবাবগঞ্জ, দিনাজপুরঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়ন পরিষদ কে ভিক্ষুক , মাদক চোরাকারবারী মুক্ত সহ মডেল ইউনিয়ন পরিষদ গঠনে ইউপি চেয়ারম্যান মোঃ আসমান জামিল অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, জনগনের ভোটের অধিকার নিয়ে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইউনিয়নবাসী পরিষদে এসে কোন প্রকার হয়রানির না হন। এর জন্য ইউপি সদস্যদের নির্দেশ দিয়েছেন।দিনাজপুর ৬ আসনে সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের দিক নির্দেশনা নিয়ে ইউনিয়ন পরিষদের সেবার মান বৃদ্ধিতে তিনি কাজ করে যাচ্ছেন। অসহায় দুস্থদের অধিকার আদায়ে বদ্ধ পরিকর তিনি। মাদক ও ভিক্ষুক মুক্ত ইউনিয়ন গঠন হলে ইউনিয়নবাসী সরকারের সেবা পাবে।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম জানান ইউপি চেয়ারম্যান আসমান জামিল সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন করতে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা প্রশংসার দাবিদার। ইউপি সদস্য মোঃ রিয়াজুল ইসলাম জানান আমরা নতুন ভাবে সেবার মান নিয়ে ইউনিয়ন পরিষদ কে গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষেয় ইউপি চেয়ারম্যান মোঃ আসমান জামিল জানান সুষ্টভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে গিয়ে কিছু সার্থনেষী ব্যক্তি বর্গ অপপ্রচার চালাচ্ছে। জনগনের অধিকার আদায়ে কোন প্রকার ষড়যন্ত্র আমি বরদাশত করবো না। অনিয়ম দুর্নিতী করব না কাউকে করতে দেব না। এর জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেছেন।
« সৈয়দপুরে নৈশকোচ ও চার্জার রিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত (পূর্বের খবর)