প্রধান মেনু

ভাঙ্গুড়ায় ৩ জুয়াড়ি আটক; জেলহাজতে প্রেরণ

শেখ সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পার-ভাঙ্গুড়া কবরস্থানের পাশে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রানা আহমেদ (৪৫), মাহফুজুল ইসলাম (৩৫) ও নয়ন আলী (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পার-ভাঙ্গুড়া কবরস্থানের পাশে ফাকা জায়গায় জুয়া খেলা অবস্থায় অভিযান চালিয়ে ৩ জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়াড়িদের খেলায় ব্যবহৃত ১০৪টি তাস, নগদ ৫,৫০০ টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়‌।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে সোমবার সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।