ভাঙ্গুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: খেলাধুলায় বাড়ে বল, মাদক ও মোবাইল গেম ছেড়ে খেলতে চল স্লোগানে পাবনার ভাঙ্গুড়ায় ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কলকতি স্বাগতিক সংঘ কর্তৃক আয়োজিত কলকতি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে নাফিজ ফুটবল একাদশ ও সালমান ফুটবল একাদশের মধ্যেকার ফাইনালে নাফিজ ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে সালমান ফুটবল একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
কলকতি স্বাগতিক সংঘের সভাপতি বুলবুল হোসেন খান বলেন, তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলা চলাকালে দর্শনার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
« নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে প্রস্তাবিত প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের আহ্বান বাণিজ্যমন্ত্রীর (পূর্বের খবর)
(পরের খবর) দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে—-পানিসম্পদ উপমন্ত্রী »