প্রধান মেনু

ভাঙ্গুড়ায় আনসার ভিডিপি’র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বীর মুক্তিযোদ্ধা এম. হোসেন আলী অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান’র সভাপতিত্বে উপজেলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন। উক্ত উপজেলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আনসার ও ভিডিপি পাবনার জেলা কমান্ড্যান্ট মজিবুল হক, আনসার ও ভিডিপি পাবনার সহকারী জেলা কমান্ড্যান্ট শাহ্-আলম, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক চাটমোহর শাখার ব্যবস্থাপক আবু সামা।
ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন (বি.এ)’র সঞ্চালনায় ও উপজেলা প্রশিক্ষক সামিউল ইসলামের রিপোর্টের মাধ্যমে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল। সমাবেশ আরোও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিকা খাইরুন্নাহার খুশি। এসময় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বমোট ২’শ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন। সমাবেশে সাফল্য অর্জনকারীদের মাঝে বাইসাইকেলসহ পুরস্কার বিতরণ করা হয়।