প্রধান মেনু

ভাঙ্গায় হাই-ওয়ে পুলিশের থ্রি হুইলারের বিরুদ্ধে অভিযান, ভোগান্তিতে যাত্রীরা

জাকির মুন্সি, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- মহামান্য হাইকোর্টের নির্দেশক্রমে মহাসড়কে তিন চাকার যানবাহণ চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকায় ভাঙ্গা হাই-ওয়ে পুলিশের চলছে ১২ জানুয়ারী থেকে অব্যাহত অভিযান। অভিযানের সময়ে যাত্রীদের সাথে এ প্রসঙ্গে কথা হলে তারা বলেন, অটো, মাহিন্দ্র, নসিমন প্রভৃতির মাধ্যমে স্বল্পমাত্রার যাতায়াত পথ অতিক্রম করা হয়।

এসব যানবাহন বন্ধ হলে সাময়িক অসুবিধায় পড়তে হয় বলেও তারা জানান। আটককৃত এক অটো চালক বলেন, জীবিকার তাগিদে কিস্তির (লোন) মাধ্যমে গাড়ীটি কিনেছি। মহাসড়কে যাত্রীবেশী থাকায় এই পথ দিয়ে বেশী যাতায়াত করা হয়। তবে যাত্রীদের যাতে দুর্ভোগের শিকার না হতে হয়, এ জন্য বিভিন্নভাবে প্রচার ও উদ্বুদ্ধ করা হচ্ছে বলে নিশ্চিত করে হাই- ওয়ে ওসি মাহফুজার রহমান বলেন, দূর্ঘটনা রোধে মহাসড়কে থ্রি-হুইলারে চলা যাবে না, সংযোগ সড়কে নেমে মহাসড়ক পার হয়ে পরবর্তী সংযোগ সড়কে যেয়ে তাদের গন্তব্যের স্থানে চলে যাবে।

এতে অসুবিধা হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ অভিযানে শুক্রবার পর্যন্ত ২৫০ টি মামলা ও যানবাহন আটক করা হয়েছে বলে জানান ওসি।