প্রধান মেনু

ভাঙ্গায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

জাকির মুন্সি, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার সকালে পৌরসভার ৬ নং ওয়ার্ড ছিলাধরচর গ্রামে সড়কের পাশে পার্শ্ববর্তী হোগলাডাঙ্গী গ্রামের মৃত আলেম শিকদারের পুত্র মোস্তফা শিকদারের (৬৫) সফেদা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ও পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।