প্রধান মেনু

ভাঙ্গায় বঙ্গবন্ধু, শেখ হাসিনা, কাজী জাফরউল্লাহর ছবি সম্বলিত বিল বোর্ডে আগুন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর ছবি সম্বলিত বিল বোর্ড আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। গত শনিবার দিবাগত রাতে ভাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কৈডুবী সদরদী মহল্লায় এ ঘটনা ঘটে। গতকাল রবিবার সকাল ৮ টার দিকে স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। ভাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর বাকী মাতুব্বর জানান, বিল বোর্ডটি বেশ বড় ছিল। জাতির জনক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর ছবি ছাড়াও স্থানীয় ১১৫ জন আওয়ামীলীগ নেতা কর্মীর ছবি ছিল। রাতে বিলবোর্ডটিতে আগুন দেওয়া হয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের খুজে বের করার চেষ্টা চলছে।