প্রধান মেনু

বয়লার দুর্ঘটনার সংবাদ পরিবেশনের আগে প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ

বয়লার দুর্ঘটনার সংবাদ পরিবেশনের আগে দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যম মেশিন/ইক্যুইপমেন্ট/চুল্লি দুর্ঘটনাকে বয়লার দুর্ঘটনা হিসেবে সংবাদ পরিবেশন করছে কিন্তু প্রকৃতপক্ষে এসব দুর্ঘটনার কারণ বয়লার বিস্ফোরণ নয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, টঙ্গির টাম্পাকো ফয়লস লিমিটেডে গ্যাস পাইপ বিস্ফোরণ, সাভারের বার্জার পেইন্ট লিমিটেডে পানির ট্যাংক বিস্ফোরণ, গাজিপুরের কালিগঞ্জের একটি তেল পরিশোধন কোম্পানির তেলের ট্যাংক বিস্ফোরণ, টঙ্গির ন্যাশনাল ফ্যান লিমিটেডের চুল্লি বিস্ফোরণ, ফতুল্লার এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেডের ডাইং মেশিনে দুর্ঘটনা, নারায়ণগঞ্জের রহিম স্টিল মিলের চুল্লি বিস্ফোরণ, টঙ্গির ক্রিসেন্ট কেমিকেলস লিমিটেডের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চট্টগ্রামের কালুরঘাটের এশিয়া প্যাসিফিক পেপার মিল্ধসঢ়;স লিমিটেডের চুল্লি বিস্ফোরণ, আশুলিয়ার জামগড়ায় ওয়ান থ্রেড (বিডি) লিমিটেডের ডাইং মেশিনে দুর্ঘটনা এবং রংপুর বিটুমিন রোড কনস্ট্রাকশন ফার্নেসের চুল্লি থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটলেও এগুলোকে বয়লার দুর্ঘটনা হিসেবে গণমাধ্যমে সংবাদ পরিবেশন করা হয়েছে। প্রকৃতপক্ষে এসব দুর্ঘটনার কোনোটাই বয়লার দুর্ঘটনার সাথে সম্পর্কিত নয়। বয়লার দুর্ঘটনার বিষয়ে ভুল তথ্য পরিবেশিত হলে জনমনে বয়লার সম্পর্কে বিভ্রান্তি ও বিরূপ ধারণা তৈরি হয়। এছাড়া ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের ফলে বাংলাদেশে উৎপাদিত পণ্য সম্পর্কে আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যেও এক ধরণের নেতিবাচক ধারণা তৈরি হতে পারে, যা জাতীয় স্বার্থের পরিপন্থী। সার্বিক বিবেচনায় জনস্বার্থে বয়লার দুর্ঘটনা বিষয়ক সংবাদ পরিবেশনের আগে সংশ্লিষ্ট সবাইকে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় থেকে পরামর্শ দেয়া হয়েছে।